ঢাকা | বঙ্গাব্দ

মকশ বিল-চা-বাগানের জামালপুরবাসী।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2025 ইং
মকশ বিল-চা-বাগানের জামালপুরবাসী। ছবির ক্যাপশন: মকশ বিল-চা-বাগানের জামালপুরবাসী।
ad728
মকশ বিল-চা-বাগানের জামালপুরবাসী। 

মোঃ মাহবুবুর রহমান সোহেল,
স্টাফ রিপোর্টারঃ 

গাজীপুরের ভাঙ্গাব্রিজ–মকশ বিল–চা-বাগান ঘিরে ১ আগস্ট, শুক্রবার সকাল ৮টা থেকে আয়োজিত হলো জামালপুর সমিতি, গাজীপুর (রেজি. নং: গা–০৮৪৪) আয়োজিত ‘নৌকা ভ্রমণ ২০২৫’। প্রবাসে থেকেও শেকড়ের টানে একত্রিত হলেন জামালপুরবাসী, সৃষ্টি হলো এক স্মরণীয় মিলনমেলার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সভাপতি হাফিজুল ইসলাম মুন্না। তিনি বলেন, “এই সমিতি শুধু প্রবাসীদের সংগঠন নয়, এটি শেকড়ের টান ও সামাজিক দায়বদ্ধতার প্রতীক।” সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডিউ বলেন, “সদস্যদের ভালোবাসা ও অংশগ্রহণই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।”

উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। লায়ন হাবিবুর রহমান, চেয়ারম্যান, বিডি নিট লিমিটেড বলেন, “এমন মানবিক সংগঠনের পাশে থাকাই সৌভাগ্য।”

মো. আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি, জাসগা ও মের্সক ফ্যাশনের প্রতিনিধি বলেন, “এই আয়োজন সামাজিক বন্ধনের অনন্য দৃষ্টান্ত।” তাজউদ্দিন তাজু, ব্যবস্থাপনা পরিচালক, গাজীপুর পরিবহন লিমিটেড বলেন, “নতুন প্রজন্মের মাঝে শেকড়ের প্রতি টান তৈরি করা জরুরি।”

মো. রাশেদুল কবির ফরিদ, সহ-সভাপতি, জাসগা বলেন, “ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এমন বহিঃপ্রকাশ গর্বের।”মো. আনিছুর রহমান, মেসার্স আল-আমিন ব্রাদার্স প্রতিনিধি বলেন, “এই সমিতি প্রবাসীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত সকলেই জানান, সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন–এর অক্লান্ত পরিশ্রমেই আজকের শক্ত ভিত্তি গড়ে উঠেছে। তিনি দীর্ঘ সময় ধরে এই সংগঠনকে কর্মমুখী ও অন্তর্মুখী মানবিকতায় গড়ে তুলেছেন।

সাংগঠনিক টিমের দক্ষ ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাণবন্ত। সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক পরিষদের সদস্যরা। ছিল লোকসংগীত, নৌবিহার, সদস্যদের মুক্ত আলোচনা এবং অসহায়দের মাঝে উপহার বিতরণের মতো মানবিক কার্যক্রম।

অনেকে অভিমানে বা দূরত্বজনিত কারণে উপস্থিত হতে না পারলেও, তাদের প্রতি সম্মান রেখে আয়োজনটি ছিল সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভী

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভী