ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ও সৌরভকে হত্যাচেষ্টার প্রতিবাদে উলিপুরে মানববন্ধন।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2025 ইং
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ও সৌরভকে হত্যাচেষ্টার প্রতিবাদে উলিপুরে মানববন্ধন। ছবির ক্যাপশন: উলিপুরে মানববন্ধন।
ad728
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ও সৌরভকে হত্যাচেষ্টার প্রতিবাদে উলিপুরে মানববন্ধন। 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে নির্মমভাবে নির্যাতন করে হত্যাচেষ্টার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উলিপুর মসজিদুল হুদা মোড়ে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উলিপুরের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন গাজীপুরে স্থানীয় সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন, যা দেশের গণমাধ্যমের জন্য এক গভীর শোকের ঘটনা। অন্যদিকে, সাংবাদিক সৌরভের ওপর হামলা গণমাধ্যমের কণ্ঠ রোধের চেষ্টার স্পষ্ট প্রমাণ। তারা অভিযোগ করেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় জড়িতদের শাস্তি না হওয়ায় এ ধরনের অপরাধ বেড়েই চলেছে।

বক্তারা জোর দিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করলে সঠিক সংবাদ প্রকাশের পরিবেশ নষ্ট হবে, যা গণতন্ত্র ও সুশাসনের জন্য মারাত্মক হুমকি। তারা হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু, সহ-সভাপতি আতাউর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাইমিনুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার খোরশেদ আলম সহ  বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা ও উপজেলার সাংবাদিক ।

অংশগ্রহণকারীরা একযোগে বলেন, দেশের যেকোনো প্রান্তে একজন সাংবাদিকের ওপর হামলা মানে পুরো গণমাধ্যমের ওপর হামলা। তাই এই ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে রাষ্ট্রকে অবশ্যই কঠোর আইনগত পদক্ষেপ নিতে হবে এবং সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়ন করতে হবে।

জানা গেছে, গত সপ্তাহে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় স্থানীয় একটি চক্র সাংবাদিক তুহিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। একই সময়ে আনোয়ার হোসেন সৌরভকেও মারধর করে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

এ ঘটনায় গাজীপুর থানায় পৃথক মামলা দায়ের হলেও মূল আসামিরা এখনো গ্রেফতার হয়নি, যা সাংবাদিক সমাজের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাজশাহীতে মানববন

সাংবাদিক তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাজশাহীতে মানববন