দক্ষিণ কেরাণীগঞ্জে ৩ চাঁদাবাজ গ্রেফতার।
নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে পৃথক তিনটি অভিযানে প্রকাশ্যে পরিবহন থেকে চাঁদাবাজির সময় ৩জনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ।
১৭ জুলাই, ২০২৫, বৃহস্পতিবার সকাল–সন্ধ্যা সময় চুনকুটিয়া, কদমতলী মোড় ও আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ মোস্তফা ওরফে স্বপন বাতাস (৪০); মোঃ শফিক (৩৫) ও সৈয়দ আল মামনু (৪০)।
চুনকুটিয়া সিএনজি স্ট্যান্ডে মোঃ মোস্তফাকে নগদ চাঁদা আদায়ের সময় আটক করা হয়।
কদমতলী মোড়ে দোহার-নবাবগঞ্জগামী রাস্তার মাথায় মাইক্রোবাস স্ট্যান্ডে সৈয়দ আল মামনুকে এবং আব্দুল্লাহপুরের লেগুনা স্ট্যান্ডে মোঃ শফিককে গ্রেফতার করা হয়।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানিয়েছেন, “কেরাণীগঞ্জের বিভিন্ন এলাকায় যানবাহন থেকে প্রকাশ্যে চাঁদাবাজি করার সময় চাঁদার ১০,২৬০ টাকা উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে।
এদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাদের পরিচয় একটাই- তারা চাঁদাবাজ। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
১৬ জুলাই, ২০২৫ তারিখে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৪৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে।
কেরাণীগঞ্জ মডেল থানার এলাকা থেকে তাদের মধ্যে ৫ জন আটক করা হয়েছিল, যারা পরিবহন স্ট্যান্ড ও ফুটপাত থেকে চাঁদা আদায় করত।
সারাদেশে পুলিশের চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হলেও, কেরাণীগঞ্জ এলাকায় এখনও কিছু অপরাধী সক্রিয় রয়েছে। তাদের গ্রেপ্তার ও মামলা প্রত্যয়ে ন্যূনতম রেহাই থাকবে না।
শুধু দক্ষিণ কেরাণীগঞ্জ থানা নয়, ঢাকা জেলা পুলিশ ও কেরাণীগঞ্জ মডেল থানা চাঁদাবাজি বন্ধে বিভিন্ন স্ট্যান্ডে অভিযান চালিয়ে যাচ্ছে।
এসময়/