নারায়ণগঞ্জে নারী ও অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।
নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি স্থানে এক নারী ও এক অজ্ঞাতপরিচয় যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৩ আগস্ট, বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে গলাকাটা অবস্থায় লাকি আক্তার (৩৫) নামে এক নারীর লাশ পাওয়া যায়। নিহত লাকি আক্তার শিমরাইল মোড় এলাকার রুবেল মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ছয় থেকে আট মাস ধরে তিনি নীরব নামে এক ব্যক্তির সঙ্গে স্বামী-স্ত্রীর মতো বসবাস করছিলেন। মঙ্গলবার রাতেও তিনি নীরবের বাসায় ছিলেন বলে জানা যায়।
পরদিন সকালে এলাকাবাসী রাস্তার পাশে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। সন্দেহভাজন নীরব পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের স্বামী ও ছোট সন্তানদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
অন্যদিকে, একই দিন সকাল ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের শরৎপাড়া এলাকায় ডিএনডি খাল থেকে আনুমানিক ২১ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
ওসি শাহিনূর আলম বলেন, যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে।