ঢাকা | বঙ্গাব্দ

হিলিতে ৫৮০ পিস এ্যাম্পোল ও ৩১০ পিস নেশাজাতীয় ট্যাবলেটসহ ৪ জন আটক।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2025 ইং
হিলিতে ৫৮০ পিস এ্যাম্পোল ও ৩১০ পিস নেশাজাতীয় ট্যাবলেটসহ ৪ জন আটক। ছবির ক্যাপশন: হিলিতে ৫৮০ পিস এ্যাম্পোল ও ৩১০ পিস নেশাজাতীয় ট্যাবলেটসহ ৪ জন আটক।
ad728
হিলিতে ৫৮০ পিস এ্যাম্পোল ও ৩১০ পিস নেশাজাতীয় ট্যাবলেটসহ ৪ জন আটক।

হিলি প্রতিনিধি: 

দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৮০ পিস নেশাজাতীয় এ্যম্পোল ও ৩১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪জনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে হিলির উত্তরবাসুদেবপুরের বালুরচড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। 

আটককৃতরা হলেন,হিলির উত্তরবাসুদেবপুর এলাকার জহুরুল ইসলামের স্ত্রী শানু বেগম, তার ছেলে জীবন ইসলাম ও দেবর স্বপন মিয়া এবং মহিলা কলেজ এলাকার আব্দুল করিমের ছেলে আশিকুল ইসলাম। 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন,হিলির উত্তরবাসুদেবপুর গ্রামের বালুরচড় এলাকায় মাদক কেনাবেচা চলছে এমন সংবাদ পায় পুলিশ। সেই সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পুলিশের একটি বিশেষ দল শানু বেগমের বাড়িতে অভিযান চালায়। 

এসময় সেখান থেকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫৮০ পিস নেশাজাতীয় এ্যম্পোল ও ২৯০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় শানু বেগম,তার ছেলে জীবন ইসলাম ও দেবর স্বপন মিয়াকে আটক করা হয়। 

এদিকে পৃথক অভিযান চালিয়ে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আশিকুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের পুর্বক আজ দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরন করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
খাদ্যপণ্য ও অস্ত্র কেনায় যুক্তরাষ্ট্রকে গুরুত্ব দেবে বাংলাদে

খাদ্যপণ্য ও অস্ত্র কেনায় যুক্তরাষ্ট্রকে গুরুত্ব দেবে বাংলাদে