ঢাকা | বঙ্গাব্দ

উল্লাপাড়া ও সলঙ্গা আসনে মনোনয়ন দৌড়ে তৃণমূলের নজরে রয়েছেন খান সাঈদ হাসান জ্যোতি।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2025 ইং
উল্লাপাড়া ও সলঙ্গা আসনে মনোনয়ন দৌড়ে তৃণমূলের নজরে রয়েছেন খান সাঈদ হাসান জ্যোতি। ছবির ক্যাপশন: উল্লাপাড়া ও সলঙ্গা আসনে মনোনয়ন দৌড়ে তৃণমূলের নজরে খান সাঈদ হাসান জ্যোতি।
ad728
উল্লাপাড়া ও সলঙ্গা আসনে মনোনয়ন দৌড়ে তৃণমূলের নজরে রয়েছে খান সাঈদ হাসান জ্যোতি। 

মোঃ সুজন আহমেদ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া  সলঙ্গা আসনে আগামী ক্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের গুরুত্বপূর্ণ আসন গুলোর মধ্যে অন্যতম একটি আসন উল্লাপাড়া ও সলঙ্গা আসনে শুরু হয়েছে বিএনপির মনোনয়ন যুদ্ধ। মাঠে নেমে একে একে সম্ভাব্য প্রার্থীগুলো। উল্লাপাড়া উপজেলার সকল বাজারে বাজারে ব্যানার পোস্টার গণসংযোগ সরগরম হয়ে উঠেছে এলাকা কে দলীয় পথিক ধানের শীষ পাবে সেই হিসাব-নিকাশ শুরু হয়ে গেছে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত। 

তাই এই উল্লাপাড়া ও সলঙ্গা আসনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেকডিআইজি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য খান সাঈদ হাসান  (জ্যোতি) তিনি দীর্ঘদিন পুলিশ ক্যারিয়ার শেষে আবারো রাজনীতিতে ফিরেছেন তিনি তার গণসংযোগের ধরন এবং ভোটারদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা ও স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যুগিয়ে ফেলেছেন তিনি। এলাকা জুড়ে তার উপস্থিতি বিএনপির ভিতরে আলোচনার ঝড় তুলেছে। 

খান সাইদ হাসানের রাজনৈতিক পথ চলা শুরু ১৯৭৯ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়ার হাত ধরে ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য। এরপর দীর্ঘদিন সরকারি চাকরি কারনে  সংক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও ২০১১ সালে বড় ধাক্কা খান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে অস্বীকৃত জানালে তাকে একই মামলায় আসামি করা হয়। ক্রসফায়ার ও গুমের ভয়ে সাড়ে আট বছর পলাতক জীবন কাটান। 

২০১৮ সালের সাজানো মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন এবং তাকে চার বছরের শাস্ত্রম কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা করা হয় ২০২২ সালে মার্চে দ্বন্দ্ব ভোগ জরিমানা দেওয়ার পর ফের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হন বর্তমান তিনি বিএনপি'র পুলিশ সংস্কার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। 

উল্লাপাড়া ও সলঙ্গা অঞ্চলে তার গণসংযোগে ভোটারদের মধ্যে উচ্ছাস উৎসাহিত দেখা যায়। বাজারের চায়ের দোকান সামাজিক অনুষ্ঠান পাশাপাশি সামাজিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতা সাংস্কৃতিক আয়োজন সেবামূলক কাজে যুক্ত হয়ে তৃণমূলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে।মনোনয়ন সম্পর্কে খান সাঈদ হাসান জ্যোতি বলেন তারেক রহমানের নির্দেশে এলাকায় প্রচারণা চালাচ্ছি মনোনয়ন দলের সিদ্ধান্ত কিন্তু এই এলাকার মাটি ও মানুষের সঙ্গে আমার সম্পর্ক অবিচ্ছেদ। উন্নয়নের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারলে তবে তৃপ্তি পাব।

তবে উল্লাপাড়া ও সলঙ্গা আসনে মনোনয়ন দৌড়ে তিনি একা নন, এ আসনে বিএনপি'র কেন্দ্রীয় সদস্য এম আকবর আলী, এডভোকেট সিমকীইমাম খান,আব্দুল ওহাব, জেলার নেতা আজাদ হোসেন, কেএম শরফুউদ্দিন মঞ্জু, সংক্রিয়া আছ প্রত্যেককে নিজের বলয় শক্তিশালী করতে মাঠে নেমেছে 

উল্লাপাড়া জনসাধারণের সঙ্গে কথা বলে জানা যায় উল্লাপাড়ার কর্মকান্ডকে এগিয়ে নিতে খান জাহিদ হাসানের বিকল্প নেই। সব এলাকায় এখন তার গ্রহণযোগ্য বেড়েছে। তিনি সবসময় ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ গণসংযোগ ও উঠান বন্ধ করে মাঠ গরম রাখছেন।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান লাখ লা

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান লাখ লা