মাদ্রাসা ও আবাসিক এলাকায় কয়লার ড্যাম্পের বিরুদ্ধে মানববন্ধন।
মালিকুজ্জামান কাকাঃ
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর সভার আলিপুর দারুল কুরআন মাদ্রাসা সংলগ্ন আবাসিক এলাকায় অবৈধ ভাবে স্থাপিত কয়লা, জিপাসাম ও বালুর ড্যাম্প সরানোর দাবিতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, তাদের অবিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে যশোর খুলনা মহাসড়কের আলীপুরে ২৩ জুলাই (বুধবার) সকাল ১১ টায় মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন দারুল কুরআন মাদ্রাসার মুহতামিম মুফতী ইকরামুল ইসলাম, হেফাজতে ইসলাম নওয়াপাড়া পৌর শাখার সভাপতি মুফতী রফিকুল ইসলাম, হেফাজতে ইসলাম নওয়াপাড়া পৌর ১ নং ওয়ার্ডের সা. সম্পাদক মুফতি আব্দুল মুমিন, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন শাহীন, মেহেরুন বেগম এবং জুই বেগম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমাদের এলাকার প্রধান সড়ক ও আমাদের যাতায়াতের সব সড়কের পাশে, এমনকি আমাদের বাড়ির আশেপাশের প্রায় সব যায়গাতে পরিবেশের নিয়ম নিতীর তোয়াক্কা না করেই স্থানীয় প্রভাব শালীরা কয়লা, জিপশাম ও বালুর ড্যাম্প তৈরি করেছে।
এর ফলে আমরা ঘরের দরজা জানালা বন্ধ রেখেও এ সবের ধুলা ময়লা থেকে বাচতে পারছিনা। দুষিত ধুলা বালির জন্য এলাকার প্রায় সবাই শ্বাসকষ্টে আক্রান্ত। বর্তমানে আমরা ভাতের সাথে কয়লা ও জিপশামের ময়লা খাচ্ছি।
মাদ্রাসার শিক্ষার্থী, তাদের অবিভাবক, শিক্ষক ও এলাকাবাসীদের দাবি যেন মাদ্রাসা ও আবাসিক এলাকা থেকে এ সব দুষিত ড্যাম্প অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এজন্য তারা পরিবেশ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন।
এসময়/