গফরগাঁওয়ে ইসলামী আন্দোলনের দাওয়াতী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
আব্দুল হালিম :
ময়মনসিংহের গফরগাঁওয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ গফরগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে দাওয়াতী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় গফরগাঁও ইউনিয়নের তেঁতুলিয়ার মা'রিফুল কোরআন কারিমিয়া মাদরাসা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান। তারা বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা সময়ের দাবি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী ও বক্তা আলহাজ্ব মাওলানা ক্বারী মো. হাবিবুল্লাহ বেলালী। তিনি বলেন, “দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জনগণের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। ইসলামী আন্দোলন জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে।”
সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নুল আবেদীন। সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস আহমেদ আমিনী।
এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গফরগাঁও উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আশরাফ বিন দুলাল, বাংলাদেশ মুজাহিদ কমিটি গফরগাঁও উপজেলা শাখার নায়েবে সদর মাওলানা হাবিবুর রহমান ও সৈয়দ মুক্তাদির খন্দকার। এছাড়াও জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা আনোয়ার হোসাইন আসাদী উপস্থিত ছিলেন।