ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে: উপদেষ্টা আসিফ মাহমুদ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2025 ইং
জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে: উপদেষ্টা আসিফ মাহমুদ ছবির ক্যাপশন: জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে: উপদেষ্টা আসিফ মাহমুদ
ad728
মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার: 

জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর একটি পরিকল্পনা চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, এ পরিকল্পনার অংশ হিসেবেই গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আইসিইউতে চিকিৎসাধীন নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ বলেন, “জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে। বিগত অবৈধ সংসদের বৈধতা দেওয়াসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে তারা সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী হিসেবে চিহ্নিত হয়েছে। সেই ফ্যাসিবাদী চক্রের মাধ্যমেই আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। নুরের ওপর হামলাও সেই ষড়যন্ত্রেরই অংশ।”

তিনি আরও বলেন, “তাদেরকে কেউ যদি সমর্থন দিতে চায়, সরকারের পক্ষ থেকেও আমরা সেটা সমর্থন করি না। একইসঙ্গে জনগণের পক্ষ থেকেও ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তি এ ধরনের ষড়যন্ত্র রুখে দাঁড়াবে বলে আমাদের প্রত্যাশা।”

হামলাকারীদের বিচারের বিষয়ে উপদেষ্টা আসিফ স্পষ্ট করে বলেন, “যারা নুরের ওপর হামলা চালিয়েছে, তাদের বিচার হবেই। রাজনৈতিক দলের প্রধানের ওপর যেভাবে হামলা হয়েছে, আওয়ামী লীগের আমলেও এমন ঘটনা ঘটেনি। যেহেতু এটি অন্তর্বর্তী সরকারের দায়িত্বকালীন সময়ে ঘটেছে, তাই এই সরকারেরই সমাধান করতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও প্রশ্ন তোলেন, “কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি সেটা আগে বুঝতে হবে। একটি নিবন্ধিত দলের কর্মসূচিকে কীভাবে মব বলা হয়?—এ প্রশ্ন আজ প্রাসঙ্গিক।”

প্রসঙ্গত, গুরুতর আহত অবস্থায় নুরুল হক নুর বর্তমানে ঢামেক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
খুলনা বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউপি সচিবের বিরুদ্ধে স্বাক্

খুলনা বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউপি সচিবের বিরুদ্ধে স্বাক্