ঢাকা | বঙ্গাব্দ

জিয়া প্রজন্মদলের নেতৃত্বে রাজপথে টানা আন্দোলনের ইতিহাস।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2025 ইং
জিয়া প্রজন্মদলের নেতৃত্বে রাজপথে টানা আন্দোলনের ইতিহাস। ছবির ক্যাপশন: জিয়া প্রজন্মদলের আন্দোলন।
ad728
জিয়া প্রজন্মদলের নেতৃত্বে রাজপথে টানা আন্দোলনের ইতিহাস। 

বিশেষ প্রতিবেদকঃ

দেশব্যাপী ফ্যাসিস্ট ও স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ক্রান্তিকালে, রাজপথে গণতান্ত্রিক আন্দোলন যখন নিষিদ্ধ ছিল—ঠিক তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্মদল তাদের সাহসী, বলিষ্ঠ ও অটল ভূমিকা রেখে জাতির সামনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

জিয়া প্রজন্মদলের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ মাসুদের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহতভাবে পালন করে আসছে। সরকারের দমন-পীড়নের মুখেও তাঁরা কখনো পিছু হটেনি।

রাজপথে থাকা দলটির মূল শক্তি ছিল-

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন ও শাহাদাতবার্ষিকী পালন

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা

গুম, খুন ও নির্যাতনের শিকার ছাত্র জনতার স্মরণে জুলাই মাসব্যাপী প্রার্থনা

ঢাকা মহানগরসহ দেশের প্রতিটি জেলা, উপজেলা ও থানা পর্যায়ে জিয়া প্রজন্মদলের আওতাধীন কমিটিগুলো বিক্ষোভ মিছিল ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছে।

চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ এক বিবৃতিতে বলেন,

> “দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা অতীতেও রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।”

তিনি আরো জানান, ভবিষ্যতেও যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে দলের সক্রিয়তা অব্যাহত থাকবে এবং বিএনপি ও জিয়া পরিবারকে কেন্দ্র করে সংগঠনের ত্যাগ ও সংগ্রামের ধারা কখনো থেমে যাবে না।

এই প্রতিবেদনটি প্রমাণ করে—প্রচণ্ড দমন-পীড়নের মধ্যেও প্রকৃত দেশপ্রেমিকদের থামানো যায় না, বরং তারা জাতির সামনে দৃষ্টান্ত হয়ে ওঠে।

এসময়/

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্রাহকের ৩ হাজার কোটি টাকা হাতিয়ে সাতক্ষীরায় "বুশরা ও এম ,

গ্রাহকের ৩ হাজার কোটি টাকা হাতিয়ে সাতক্ষীরায় "বুশরা ও এম ,