বটিয়াঘাটার বারআড়িয়া বাজার কমিটির বিরুদ্ধে মানববন্ধন।
মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় বারআড়িয়া বাজারে শনিবার সদ্য ঘোষিত বাজার ব্যবস্হাপনা কমিটির বিরুদ্ধে ১৭ জুলাই, বৃহস্পতিবার বেলা ১১ টায় বাজার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু বক্কর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড বিএনপির নির্বাচিত সভাপতি মোঃ আলমগীর হোসেন, সুরখালী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ শওকত শেখ, বিশিষ্ট ব্যবসায়ী অধীর কুমার মন্ডল, শিক্ষক বিদ্যুৎ মিস্ত্রী, আ: হামিদ গাজী, দিপঙ্কর বিশ্বাস, মোঃ জহুর আলী বিশ্বাস, বিদেশ রায়তসহ বাজারের শতাধিক দোকান মালিক ও ব্যবসায়ী।
মানববন্ধনে ব্যবসায়ীরা ফ্যাসিষ্ট সরকারের আমলে অবৈধ নির্বাচনের অবৈধ নৌকা প্রতিকের চেয়ারম্যান ৪নং সুরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান এস কে জাকির হোসেন লিটুকে সভাপতি করার প্রতিবাদে স্থানীয় বাজার ব্যবসায়ীরা মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
বক্তারা বলেন, ৫ আগষ্ট, ২০২৪ সালে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলেও বটিয়াঘাটা উপজেলায় ৪নং সুরখালী ইউনিয়ন এখনো স্বাধীন হয়নি।
অবিলম্বে বক্তারা এই বাজার কমিটি বিলুপ্ত ঘোষণা করে দোকানদারদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি দেয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
উল্লেখ্য, মানববন্ধন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে মো: শওকত আলী শেখকে সভাপতি ও আবু বকর গাজীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মিলন কান্তি মল্লিক, সহ সাধারণ সম্পাদক আ: হালিম গাজী, কোষাধক্ষ্য অধীর কুমার মন্ডল, নির্বাহী সদস্য মোঃ আলমগীর শেখ, নীতিশ বরন মন্ডল, মো: জিমুল গাজী, মো: মহসিন সানা, মো: আল আমিন মোল্লা, শিল্পী মন্ডল প্রমূখ।
এসময়/