ঢাকা | বঙ্গাব্দ

৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা জেলা সদরের স্বেচ্ছাসেবক দলের র‌্যালি।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2025 ইং
৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা জেলা সদরের স্বেচ্ছাসেবক দলের র‌্যালি। ছবির ক্যাপশন: ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা জেলা সদরের স্বেচ্ছাসেবক দলের র‌্যালি।
ad728

 মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা সদরে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ আয়োজনে জেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজারো নেতাকর্মী ও সদস্যরা দলে দলে আনন্দমিছিল নিয়ে কুমিল্লা নগরীর টাউনহল মাঠ প্রাঙ্গণে সমবেত হন।

পরে সেখান থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে কুমিল্লা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কান্দিরপাড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে রূপ নেয়।

র‌্যালি ও সমাবেশের উদ্বোধন করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হকসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব এবং সদস্য সচিব এ কে এম সাহেদ পান্না বক্তব্য রাখেন। বক্তারা সংগঠনের শক্তি বৃদ্ধি, গণতান্ত্রিক আন্দোলন জোরদার এবং জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউসুফ মোল্লা টিপু। অনুষ্ঠানে মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, এই র‌্যালির মাধ্যমে জনগণের কাছে দলের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়েছে। তারা আরও বলেন, সংগঠনকে সুসংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু