ঢাকা | বঙ্গাব্দ

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান : জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2025 ইং
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান : জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন ছবির ক্যাপশন: অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান : জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন
ad728
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

ঢাকা, ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার

অবৈধ গ্যাস ব্যবহার প্রতিরোধে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ আগস্ট সোমবার দিনব্যাপী ঢাকা ও মুন্সিগঞ্জসহ একাধিক এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব জনাবা মনিজা খাতুনের নেতৃত্বে জোবিঅ-মেঘনাঘাট আওতাধীন মুন্সিগঞ্জ জেলার বালুয়াকান্দি, মধ্য ভাটেরচর ও আনারপুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় নাইটমুন হোটেল, খুলনা মিষ্টি ভান্ডার ও হোটেল, ফুড ভিলেজ হাইওয়ে রেস্তোরাসহ মোট ৩টি হোটেল-রেস্তোরা, ১টি মিষ্টি কারখানা ও একজন আবাসিক গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে প্রায় ৫০ ফুট ৩/৪ ইঞ্চি ব্যাসের লাইন পাইপ, ২৮টি স্টার বার্ণার, ২টি ডাবল বার্ণার, ১টি সিঙ্গেল বার্ণার ও ২.৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন একটি গ্যাস জেনারেটর জব্দ করা হয়। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মোট ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে।

একইদিন সিনিয়র সহকারী সচিব জনাব সিমন সরকারের নেতৃত্বে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-০৬ আওতাধীন এলাকায় পেট্রোবাংলার ভিজিলেন্স টিম, কেন্দ্রীয় ভিজিলেন্স টিম ও মেঢাবিবি-৬ এর যৌথ অভিযানে আলুব্দী ও ইস্টাং হাউজিং এলাকায় ১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

অভিযানে চারটি প্রতিষ্ঠানের সোর্স লাইন কিলিং করা হয়, একটি প্রতিষ্ঠানে সোর্স লাইন শনাক্ত করা যায়নি, চারটিতে সংযোগ পাওয়া যায়নি, তিনটি প্রতিষ্ঠান তালাবদ্ধ এবং দুটি এলপিজি দ্বারা পরিচালিত পাওয়া যায়। সুপার জিন্স ওয়াশিং, জি কেয়ার বিডি ওয়াশিং, ডেনিম এক্সপ্রেস এন্ড ক্লোথিং ওয়াশিং, এস.এস. ইন্টারন্যাশনাল, প্রত্যয় ইন্টারন্যাশনাল ও ডাইনামিক ওয়াশিং প্লান্ট লিমিটেডের সংযোগ পুনরায় বিচ্ছিন্ন করা হয়েছে।

এ সময় ১ ইঞ্চি ১২০ ফুট এমএস পাইপ, ২২৫ ফুট ৩/৪ ইঞ্চি জিআই পাইপ, ৫০ ফুট ১/২ ইঞ্চি জিআই পাইপ, ৮০ ফুট ৩/৪ ইঞ্চি হোজ পাইপ, ১০০ ফুট ৩/৮ ইঞ্চি পিভিসি হোজ পাইপ ও ৩টি রেগুলেটর জব্দ করা হয়।

এছাড়া, প্লট এফ-৮ এবং এফ-৯, বর্ধিত পল্লবী এলাকায় সন্দেহজনক সংযোগ পরিদর্শনে গিয়ে অবৈধ ব্যবহার প্রতিরোধে সংযোগ বিচ্ছিন্ন ও সিল করা হয়েছে।

তিতাস গ্যাসের রাজস্ব উপশাখা-সাভার ও জোবিঅ-সাভারের বিশেষ অভিযানে একাধিক প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে এইচ.আর টেক্সটাইল লিমিটেড, কর্নপাড়া, সাভার এবং ভরসা ফুড ইন্ডাস্ট্রিজ, কর্নপাড়া, সাভারের বকেয়ার কারণে আউটলেটে সিল স্থাপন করে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়।

স্টার লাইট নিট লিমিটেড, আশুলিয়ার বকেয়ার কারণে আর.এম.এস অপসারণ করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একইসঙ্গে শ্যানটেক্স প্রাইভেট লিমিটেড, টঙ্গাবাড়ি, আশুলিয়ার জুন ২০২৫ মাসের ২,১৪,৬৭,৯৬১ টাকা বকেয়া বিল তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জানিয়েছে, গ্যাসের অবৈধ ব্যবহার রোধ ও পাওনাদি আদায়ের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রতিষ্ঠানটি সকল গ্রাহককে বৈধ উপায়ে গ্যাস ব্যবহার এবং বিল পরিশোধের আহ্বান জানিয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরায় যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতা মূলক সভা

সাতক্ষীরায় যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতা মূলক সভা