ঢাকা | বঙ্গাব্দ

চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে মোল্লাহাটে মানববন্ধন।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2025 ইং
চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে মোল্লাহাটে মানববন্ধন। ছবির ক্যাপশন: চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে মোল্লাহাটে মানববন্ধন।
ad728
চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের অপসারণ দাবিতে মোল্লাহাটে মানববন্ধন।

মোল্লাহাট সংবাদদাতা: 

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ৩নং গাংনী ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের অপসারণের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ আগষ্ট) বেলা ৪:৩০ ঘরটিকায় ইউনিয়ন পরিষদের সামনে শত শত সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, কৃষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

এসময় বক্তারা বলেন, বর্তমান চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর থেকে ইউনিয়ন পরিষদকে একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে রূপ দেওয়ার পরিবর্তে ব্যক্তিস্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন। 

ফলে সাধারণ মানুষ সরকার প্রদত্ত ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, ভিজিডি-ভিজিএফ কার্ডে অনিয়ম, বয়স্ক ও বিধবা ভাতাভোগী নির্ধারণে স্বজনপ্রীতি এবং প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করার মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। 

এছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার না করে, কাজের গুণগত মান নষ্ট করে জনগণের ক্ষতি সাধন করছেন এবং সরকারি টিউবওয়েল দেয়ার নাম করে কয়েকজনের কাছ থেকে টিউবওয়েল প্রতি ২৫ হাজার টাকা নিয়ে টিউবওয়েল দেয়নি বলেও অভিযোগ করেন।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে একটি ইউনিয়ন পরিষদ চালানো হলে জনগণ কখনোই তাদের প্রাপ্য সেবা পাবে না। তাই অবিলম্বে বর্তমান চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে অপসারণ করে ইউনিয়ন পরিষদকে দুর্নীতিমুক্ত করার দাবি জানান তারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ দাবির দ্রুত বাস্তবায়ন না হলে সামনে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ কৃষকরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশ নেন। স্লোগানের মাধ্যমে তারা তাদের দাবি তুলে ধরেন।

স্থানীয়দের মতে, ইউনিয়ন পরিষদের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হলে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
দেবহাটার খলিশাখালি এলাকায় প্রয়োজন পুলিশ ফাড়ি।

দেবহাটার খলিশাখালি এলাকায় প্রয়োজন পুলিশ ফাড়ি।