প্রতিবেদক :আসাদুল ইসলাম (বাংলা নিউজ টুডে)
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, পিআর (প্রতীকি প্রতিনিধি) পদ্ধতিতেই নির্বাচন হতে হবে—এ ছাড়া আগামী জাতীয় নির্বাচন জনগণ মেনে নেবে না। যারা এখনও রাষ্ট্রীয় সংস্কারে গড়িমসি করছেন, তাদের জনগণ ছাড়বে না বলে তিনি আগাম সতর্কতা দিয়েছেন।
আজ সোমবার বিকেলে শ্যামপুর থানার জুরাইন রেল গেইট সংলগ্ন বিক্রমপুর প্লাজা শপিং মলের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পীর বলেন, গত স্বৈরাচারিক শাসনের আমলে বহু মানুষ গুম ও হত্যার শিকার হয়েছে, কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে—এ সব অপরাধে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মৌলিক সংস্কার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও নির্বাচন কমিশন—এসব জায়গায় প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে পিআর পদ্ধতিতে ভোট নেওয়ার দাবি জানান তিনি।
রেজাউল করীম আরো বলেন, নির্বাচনের আগে জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান করতে হবে এবং পিলখানা হত্যা ও শাপলা চত্বর হত্যা সংক্রান্ত ঘটনার সনদে অন্তর্ভুক্তি প্রয়োজন আছে। তিনি বিশ্বাস করেন, পিআর পদ্ধতিতে নির্বাচন ঘটলে কেউ স্বৈরাচারী বা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পওয়ার। তিনি সমাবেশে বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একপক্ষের কাছে মাথা নত করে থাকা অবস্থায় কোনো সুষ্ঠু সিদ্ধান্ত নিতে পারছে না। দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতি চায়; তাই নির্বাচনে পিআর না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। অন্যান্য উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা আহমেদ, ডাক্তার মোঃ শহিদুল ইসলাম (কেন্দ্রীয় সদস্য) ও সংগঠনের অন্যান্য নেতারা।
সর্বোপরি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান সকল ইসলামী নেতাবৃন্দদের।
জুয়েল রানা