এনামুল হক রাশেদী, চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ছোটখাট কিছু অভিযোগ ছাড়া সুষ্ঠ ও শান্তিপুর্নভাবে শেষ হয়েছে। নির্বাচনে ভিপি ও জিএস পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা বিপুল ভোটে জয় পেয়েছেন। চাকসুর মোট ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। একটি পদে (এজিএস) জয় পেয়েছেন ছাত্রদল প্রার্থী এবং অপরটি দখল করেছেন ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের প্রার্থী তামান্না মাহবুব স্মৃতি (সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক)।
১৬ অক্টোবর, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ইব্রাহিম হোসেন রনি ৭,৯৮৩ ভোট এবং একই প্যানেলের জিএস পদে সাঈদ বিন হাবিব ৮,০৩১ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক, যিনি পেয়েছেন ৭,০১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবিরের সাজ্জাত হোছন মুন্না পেয়েছেন ৫,০৪৫ ভোট। প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪,৩৭৪ ভোট এবং জিএস প্রার্থী শাফায়াত হোসেন পেয়েছেন ২,৭২৪ ভোট।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা। প্রধান নির্বাচন কমিশনার জানান, মোট ২৭ হাজার ৫১৬ ভোটারের মধ্যে প্রায় ৮৫ শতাংশ শিক্ষার্থী ভোট প্রদান করেন।
প্রধান পদের ফলাফল:
ভিপি: ইব্রাহিম হোসেন রনি (শিবির) — ৭,৯৮৩ ভোট;
জি,এস: সাঈদ বিন হাবিব (শিবির) — ৮,০৩১ ভোট;
এজিএস: আইয়ুবুর রহমান তৌফিক (ছাত্রদল) — ৭,০১৪ ভোট।
অন্য সম্পাদক পদে বিজয়ীরা:
খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক – মোহাম্মদ শাওন;
সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক – তামান্না মাহবুব স্মৃতি;
সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক – হারেজুল ইসলাম (হারেস মাতাব্বর);
সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক – জিহাদ হোসাইন;
দফতর সম্পাদক – আবদুল্লাহ আল নোমান;
সহ-দফতর সম্পাদক – জান্নাতুল আক্তার নুসরাত;
ছাত্রী কল্যাণ সম্পাদক – নাহিমা আক্তার দ্বীপা;
সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক – জান্নাতুল ফেরদৌস রিতা;
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক – মাহবুবুর রহমান;
গবেষণা ও উদ্ভাবন সম্পাদক – তানভীর আঞ্জুম শোভন;
সমাজসেবা ও পরিবেশ সম্পাদক – তাহসিনা রহমান;
স্বাস্থ্য ও বীমা সম্পাদক – আফনান হাসান ইমরান;
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক – মোনায়েম শরীফ;
ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক – মেহেদী হাসান সোহান;
যোগাযোগ ও আবাসন সম্পাদক – মো. ইসহাক ভূঁঞা;
সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক – ওবাইদুল সালমান;
আইন ও মানবাধিকার সম্পাদক – ফজলে রাব্বি তৌহিদ ও
পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক – মাসুম বিল্লাহ।
নির্বাহী সদস্য:
১. জান্নাতুল ফেরদৌস সানজিদা;
২. আদনান শরীফ;
৩. আকাশ দাশ;
৪. সালমান ফারসী ও
৫. সোহানুর রহমান।
নিচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের হলভিত্তিক সংক্ষিপ্ত ফলাফলঃ
শিল্পী রশিদ চৌধুরী হলঃ
ভিপি: সাজ্জাদ হৃদয় (ছাত্রদল) – ৩৪ |
ইব্রাহীম (শিবির) – ২৭ |
ধ্রুব (বৈচিত্র্য) – ২৬।
জিএস:
সুদর্শন চাকমা (বৈচিত্র্য) – ২৯ |
সাঈদ বিন হাবিব (শিবির) – ২৮ |
শাফায়াত (ছাত্রদল) – ২৪।
এজিএস:
আয়ুবুর রহমান (ছাত্রদল) – ৩৮।
মাস্টারদা সূর্যসেন হলঃ
ভিপি:
সাজ্জাদ (ছাত্রদল) – ১৪১ |
ইব্রাহীম (শিবির) – ১৩০।
জিএস:
সাঈদ বিন হাবিব (শিবির) – ১৭৫ |
শাফায়াত (ছাত্রদল) – ৫৩।
এজিএস:
আয়ুবুর রহমান (ছাত্রদল) – ১৭০ |
মুন্না (শিবির) – ৬৫।
অতীশ দীপঙ্কর হলঃ
ভিপি:
সাজ্জাদ (ছাত্রদল) – ২২৩ |
ইব্রাহীম (শিবির) – ৯০ |
ধ্রুব (জোট) – ৯০।
জিএস:
শাফায়াত (ছাত্রদল) – ১৬৪ |
সুদর্শন (জোট) – ১৩১ |
সাঈদ (শিবির) – ৮৩।
এজিএস:
আয়ুবুর (ছাত্রদল) – ২৬৬ |
পলাশ (ফেডারেশন) – ৬২ |
জাকিরুল (জোট) – ৫৭।
সোহরাওয়ার্দী হলঃ
ভিপি:
ইব্রাহীম (শিবির) – ১৪৮৮ |
সাজ্জাদ (ছাত্রদল) – ৬৮০।
জিএস: সাঈদ (শিবির) – ১৪০৪ |
শাফায়াত (ছাত্রদল) – ৪৫৮।
এজিএস:
আয়ুবুর (ছাত্রদল) – ৯৬৮ |
মুন্না (শিবির) – ৯০৬।
নবাব ফয়জুন্নেসা হলঃ
ভিপি:
সাজ্জাদ (ছাত্রদল) – ২৯১ |
ইব্রাহীম (শিবির) – ২১২।
জিএস:
সাঈদ (শিবির) – ২৬৪ |
সুদর্শন (জোট) – ১৩৩ |
শাফায়াত (ছাত্রদল) – ১১৭।
এজিএস:
আয়ুবুর (ছাত্রদল) – ৩৪৪ |
মুন্না (শিবির) – ১৩১।
শামসুন নাহার হলঃ
ভিপি:
ইব্রাহীম (শিবির) – ৪৯৬ |
সাজ্জাদ (ছাত্রদল) – ২২৮।
জিএস: সাঈদ (শিবির) – ৫৩৮ |
শাফায়াত (ছাত্রদল) – ১২২।
এজিএস:
আয়ুবুর (ছাত্রদল) – ৩৯৩ |
মুন্না (শিবির) – ৩০৪।
বেগম খালেদা জিয়া হলঃ
ভিপি:
ইব্রাহীম (শিবির) – ৬২২ |
সাজ্জাদ (ছাত্রদল) – ৩০৩।
জিএস:
সাঈদ (শিবির) – ৬৮১ |
শাফায়াত (ছাত্রদল) – ১৪৬।
এজিএস:
আয়ুবুর (ছাত্রদল) – ৫৩৬ |
মুন্না (শিবির) – ৩৭৬।
এ.এফ.রহমান হলঃ
ভিপি:
ইব্রাহীম (শিবির) – ৩৮১ |
সাজ্জাদ (ছাত্রদল) – ২২৬।
জিএস: সাঈদ (শিবির) – ৩৫১ |
শাফায়াত (ছাত্রদল) – ২২০।
এজিএস:
আয়ুবুর (ছাত্রদল) – ৪৪২ |
সাজ্জাদ হোছন (শিবির) – ২৩১।
আলাওল হলঃ
ভিপি:
ইব্রাহীম (শিবির) – ৩৯৩ |
সাজ্জাদ (ছাত্রদল) – ২৫২।
জিএস: সাঈদ (শিবির) – ৩৯৩ |
শাফায়াত (ছাত্রদল) – ২০০।
এজিএস:
আয়ুবুর (ছাত্রদল) – ৪৭১ |
সাজ্জাদ হোছন (শিবির) – ২২৫।
শাহজালাল হলঃ
ভিপি:
ইব্রাহীম (শিবির) – ৭৭৯ |
সাজ্জাদ (ছাত্রদল) – ৪৮১।
জিএস:
সাঈদ (শিবির) – ৭৮০ |
শাফায়াত (ছাত্রদল) – ২৮৫।
এজিএস:
সাজ্জাদ হোছন (শিবির) – ৭৮৩ |
আয়ুবুর (ছাত্রদল) – ৫৭৯।
কলা ও মানববিদ্যা অনুষদ কেন্দ্রঃ
ভিপি:
ইব্রাহীম (শিবির) – ১৫৫৩ |
সাজ্জাদ (ছাত্রদল) – ৯৫৯।
জিএস:
সাঈদ (শিবির) – ১৫২৪ |
শাফায়াত (ছাত্রদল) – ৭০৫।
এজিএস:
আয়ুবুর (ছাত্রদল) – ১৪৯২ |
সাজ্জাদ হোছন (শিবির) – ১২৩৯।
মোঃ মনিরুজ্জামান