ঢাকা | বঙ্গাব্দ

তিতাস গ্যাস মহাব্যবস্থাপক শাহেনওয়াজ পারভেজের কানাডা সফরে তিতাস গ্যাস অস্থায়ী শাসন মাহবুব আলম

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 8, 2025 ইং
তিতাস গ্যাস মহাব্যবস্থাপক শাহেনওয়াজ পারভেজের কানাডা সফরে তিতাস গ্যাস অস্থায়ী শাসন মাহবুব আলম ছবির ক্যাপশন: তিতাস গ্যাস মহাব্যবস্থাপক শাহেনওয়াজ পারভেজের কানাডা সফরে তিতাস গ্যাস অস্থায়ী শাসন মাহবুব আলম
ad728

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
৮ ডিসেম্বর ২০২৫, ঢাকা

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর বাণিজ্য পরিচালক জনাব শাহেনওয়াজ পারভেজকে কানাডায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য সরকারিকভাবে অনুমোদন প্রদান করা হয়েছে। এই অনুমোদন দেয়া হয়েছে জাতীয় গ্যাস ও খনিজ সম্পদ বিভাগের অফিস আদেশ নং: ২৮.০২.০০০০.০০০.০১১.৩৫.০০৪২.২২.৫৪৮, ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে।

প্রশিক্ষণটির শীর্ষক: “Regulating and Metering Station (RMS) Commissioning, Operation and Maintenance”।
অফিস আদেশ অনুযায়ী জনাব শাহেনওয়াজ পারভেজকে ২৩ নভেম্বর ২০২৫ থেকে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত, অথবা নিকটতম ১২ (বারো) কার্যদিবসের মধ্যে কানাডায় গমন ও প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছে।

শাহেনওয়াজ পারভেজকে প্রশিক্ষণ শেষে ০৭ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণের সময় যদি শাহেনওয়াজ পারভেজ নির্ধারিত সময়ে যোগদান করতে ব্যর্থ হন, তবে পেট্রোবাংলার শাসন পরিচালক জনাব এস এম মাহবুব আলম অস্থায়ীভাবে তাঁর দায়িত্ব পালন করবেন।

এছাড়াও, ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে শাহেনওয়াজ পারভেজকে অস্থায়ীভাবে পদের দায়িত্ব থেকে অবমুক্ত করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে প্রশিক্ষণের সময় সংস্থার কার্যক্রমের কোনও বিঘ্ন ঘটবে না তা নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্টদের জন্য নির্দেশনা -অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, এই নির্দেশনা সকল সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অবগত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। আদেশের আওতাভুক্ত কর্মকর্তা ও বিভাগসমূহের মধ্যে রয়েছে:

পেট্রোবাংলার শাসন পরিচালক ,পেট্রোবাংলার অর্থ পরিচালক ,পেট্রোবাংলার প্রকৌশল পরিচালক ,অপারেশন ও মেইনটেন্যান্স পরিচালক ,পিএসসি পরিচালক ,উপদেষ্টা একাডেমিক (অতিরিক্ত দায়িত্বে), তেল ও খনিজ বিভাগ ,সচিব, তেল ও খনিজ বিভাগ ,সচিবক, তেল ও খনিজ বিভাগ ,পেট্রোবাংলার সকল ব্যবসা পরিচালক ,তিতাস গ্যাসের ব্যবসা পরিচালক, পেট্রোবাংলার সকল মহাব্যবাপক ,উপ-মহাব্যবাপক, শাসন, বিধি ও শৃঙ্খলা বিভাগ,উপ-মহাব্যবাপক, জনসংযোগ বিভাগ,উপ-মহাব্যবাপক, বাজেট বিভাগ,চেয়ারম্যান মেহাদেয়রের সচিব,আইটি পরিচালক,উপ-বাণিজ্য পরিচালক, শাসন,অপারেশন ও মেইনটেন্যান্স পরিচালক

এই নির্দেশনার মাধ্যমে পেট্রোবাংলা নিশ্চিত করতে চায় যে, প্রশিক্ষণকালীন সময়ে কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে এবং সংস্থার মূখ্য কর্মকাণ্ডে কোনো বিঘ্ন ঘটবে না। RMS (Regulating and Metering Station) কমিশনিং, অপারেশন ও মেইনটেন্যান্স প্রশিক্ষণ আন্তর্জাতিক মানের। এ প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে জনাব শাহেনওয়াজ পারভেজ:

আন্তর্জাতিক আধুনিক প্রযুক্তি ও পরিচালনার অভিজ্ঞতা অর্জন করবেন,রেগুলেটরি স্টেশন পরিচালনায় দক্ষতা বাড়াবেন,দেশে গ্যাস ও তেল ব্যবস্থাপনার মান উন্নয়নে অবদান রাখবেন

পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের প্রশিক্ষণ সংস্থার দক্ষতা বৃদ্ধি এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
ড. ইউনূস সরলতার জন্য দ্বিতীয়বার নোবেল পেতে পারেন: রাশেদ খাঁন

ড. ইউনূস সরলতার জন্য দ্বিতীয়বার নোবেল পেতে পারেন: রাশেদ খাঁন