নাটোরে ট্রাক- মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮জন নিহত, ঘাতক ট্রাক চালক গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ ৮ জন নিহত ও অভিযুক্ত ট্রাক চালক মহির উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ১০.২০ ঘটিকার সময় র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ট্রাকচালক কে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন,
মোঃ মহির উদ্দিন (২৭) পিতা সোনা মিয়া ( অভিযুক্ত ট্রাক চালক) সাং বামনডাঙ্গা (তেবাড়িয়া) থানা ও জেলা নাটোর।
জানা যায়, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের মোঃ জাহিদুল ইসলাম (৬৫) পিতা মোঃ জিল্লুর রহমান তার পূত্রবধু মোছাঃ নিসি খাতুন (২২) অসুস্থ হওয়ায় পরিবারের লোকজনকে নিয়ে ভাড়ায় চালিত মাইক্রোবাস (দঢাকা মেট্রো - চ -১৩-৯৭৯২) নিয়ে কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জ এর উদ্দেশ্যে রওয়ানা হয়।
ঢাকা-নাটোর হাইওয়ের বড়াইগ্রাম থানাধীন তরমুজ পেট্রোল পাম্পের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে নাটোরগামী সিমেন্ট বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো- ট- ২৪-৪৮৬৪) এর সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
মাইক্রোবাসে তখন চলকসহ মোট ৮জন যাত্রী ছিল। এ দূর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রী ৫ জন ও পরে মাইক্রোবাসের চালকসহ আরও ২জন নিহত হয়।
নিহত ব্যক্তিরা হলেন,
১। মোছাঃ আনোয়ারা বেগম (৫৫), স্বামী- মোঃ শহিদুল ইসলাম,
২। মোছাঃ আনোয়ারা, স্বামী- মোঃ মিজানুর রহমান,
৩। মোছাঃ শেলি (৫০), স্বামী- মোঃ জাহিদুল,
৪। মোঃ জাহিদুল ইসলাম (৬৫), পিতা- জিল্লুর রহমান,
৫। মোঃ শাহাব আলী ( মাইক্রোবাস চালক), পিতা- জয়নাল আবেদীন, সর্ব সাং- ধর্মদহ।
৬। মোছাঃ আঞ্জুমানআরা (৭০), স্বামী- মোহাম্মদ আলী, সাং বেতবাড়িয়া,
৭। ইতি বানু (৪০), স্বামী- রফেজ চৌধুরী, প্রাগপুর, সর্ব থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া এবং
৮। সিমা খাতুন (৪০), স্বামী- মোহাম্মদ আলী, সাং- ভোলারদার, থানা- গাংনী, জেলা- মেহেরপুর।
এঘটনায় মাইক্রবাস চালকসহ সকল যাত্রী মোট ৮ জনের সকলেই নিহত হয়েছেন।
উক্ত ঘটনায় নাটোর জেলার বড়াইগ্রাম থানায় মামলা নং -২৫ তারিখ ২৪ জুলাই ২৫ ইং, ধারা সড়ক পরিবহন আইন -২০১৮ এর ৯৫/৯৮/১০৫ রুজু হয়।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মামলার তদন্তভার গ্রহণ করেন।
গ্রেফতারকৃত আসামীকে বনপাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।
এসময়/