ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে হাতিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2025 ইং
শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে হাতিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। ছবির ক্যাপশন: হাতিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।
ad728
শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে হাতিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।  

মোঃ শাহেদ উদ্দিন হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি মামলায় মিথ্যা আসামী হওয়ার অভিযোগে কারাগারে যেতে হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে। মিথ্যা বানোয়াট মামলায় শিক্ষককে আটক করায় মানববন্ধন করেছেন তার সহপাঠী হাতিয়ার প্রাথমিক শিক্ষক পরিবার। সোমবার (১১ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার প্রধান সড়কে হাতিয়া থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাতিয়া প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, হাতিয়া উপজেলার নলচিরা ছিদ্দিকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিনকে মিথ্যা হয়রানি মূলক মামলার অভিযোগে আটক করা হয়েছে। প্রকৃত পক্ষে শিক্ষক জসিম উদ্দিন মামলায় অভিযুক্ত সেই জসিম উদ্দিন নয়। শিক্ষক জসিম উদ্দিন ১৯৯১ সালে এসএসসি পাশ করে শিক্ষকতা পেশায় যোগ দেন। কিন্তু ১৯৯১ সালে কক্সবাজার জেলার চকরিয়া থানায় জসিম উদ্দিন দেলু, প্রকাশ দেলু নামীয় এক ব্যক্তিকে মামলার আসামি করা হয়েছে। মামলার আসামি করা ব্যক্তির নাম ঠিকানা ও পিতার নাম কাকতালীয় ভাবে শিক্ষক জসিমের নামে মিলে যাওয়ায় তাকে আটক করা হয়েছে। যা কোন অবস্থায় কাম্য নয়। যথাযথ তথ্য উদঘাটন করে প্রকৃত আসামীকে সনাক্ত করার দাবি করেন বক্তারা। হাতিয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনম হাসান বলেন, একজন শিক্ষকের প্রতি এমন অন্যায় আচরণ শুধু ব্যক্তিগত ক্ষতি নয় বরং শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থার সংকট তৈরি করে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে তথ্য যাচাই করে দায়িত্বশীলতার সাথে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষক জসিমের পরিবারের স্বজন নাসির উদ্দিন ঝন্টু বলেন, বিগত ৩০ বছর যাবত তিনি হাতিয়াতেই বসবাস করছেন এবং কখনও পলাতক ছিলেন না। সব সময় তিনি ইস্কুলে চাকরি করে আসছেন। কিন্তু কি ভাবে তাকে এ মামলায় দীর্ঘ দিন পলাতক দেখিয়ে আটক করা হল তা বোধগম্য নয়। এ বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ একে এম আজমল হুদা বলেন, মানববন্ধন যে কেউ করতেই পারে। কিন্তু আমরা যে ওয়ারেন্ট এ আসামির নাম ঠিকানা পেয়েছি তা যাচাই বাছাই করে উনাকে সনাক্ত করেছি। উনিই গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান: অবৈধ সংযোগ উচ্ছেদ ও কোটি টাকার

তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান: অবৈধ সংযোগ উচ্ছেদ ও কোটি টাকার