ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনে হাতপাখা নিয়ে ফিরছেন হাবিবুল্লাহ বেলালী!

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2025 ইং
জাতীয় নির্বাচনে হাতপাখা নিয়ে ফিরছেন হাবিবুল্লাহ বেলালী! ছবির ক্যাপশন: জাতীয় নির্বাচনে ফিরছেন হাবিবুল্লাহ বেলালী!
ad728
জাতীয় নির্বাচনে হাতপাখা নিয়ে ফিরছেন হাবিবুল্লাহ বেলালী!

নিজস্ব প্রতিবেদকঃ 

৩১ জুলাই, বৃহস্পতিবার, গফরগাঁওয়ে রাজনীতির মাঠে দেখা গেল এক ভিন্ন বার্তা। প্রখ্যাত আলেম ও রাজনীতিবীদ মাওলানা শামসুল হুদা পাচঁবাগী (রহ:) ও মুজাহিদে মিল্লাত মাওলানা বোরহান উদ্দিন (রহ:) -এর কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে নামলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা হাবিবুল্লাহ বেলালী।

দীর্ঘ ২৯ বছর পর আবার জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এ উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ গফরগাঁও উপজেলার পাগলা থানার শাখার আয়োজনে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় বিপুল সংখ্যক তরুণ কর্মী ও সমর্থকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

এই দৃশ্য কেবল একটি দলের কার্যক্রম নয়, বরং এটি গফরগাঁওয়ের রাজনীতিতে একটি সম্ভাব্য নতুন মেরুকরণের ইঙ্গিতও হতে পারে। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি শ্রেণি যেমন এই ঘোষণায় আশাবাদী হয়ে উঠেছে, তেমনি রাজনীতির মাঠে দীর্ঘ বিরতির পর একজন আলেমের সক্রিয় অংশগ্রহণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

প্রবীণ আলেম ও বয়োজ্যেষ্ঠ রাজনীতিকদের স্মরণ করে কবর জিয়ারত দিয়ে যাত্রা শুরু করা মাওলানা বেলালীর এই উদ্যোগ শুধু প্রতীকী নয়, বরং রাজনৈতিক ও আদর্শিক বার্তা বহন করে বলেই মনে করছেন অনেক বিশ্লেষক।

রাজনীতিতে আলেমদের অংশগ্রহণ, স্থানীয় সাংগঠনিক শক্তি এবং জনগণের চাহিদার মাঝে সমন্বয় ঘটাতে পারলে হয়তো গফরগাঁওয়ের মাঠে পরিবর্তনের সূচনা ঘটবে ইনশাআল্লাহ। 

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
মব সৃষ্টি  বিরুদ্ধে এলডিপির  নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলবে-

মব সৃষ্টি বিরুদ্ধে এলডিপির নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলবে-