নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর কামরাঙ্গীচরের জান্নাতবাগের এক কাপড় ব্যবসায়ীকে জীবন নাশ ও দেখে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী কাপড় ব্যবসায়ী মো: নাজমুল ইসলাম সবুজকে হুমকি দিয়ে আসছে তার প্রতিদন্দি ব্যবসায়ী জাহিদুল ইসলাম।
নাজমুল ইসলাম জানান, ২০১৯ সালে জৈনেক সানোয়ার বেগম এবং সাইফুল ইসলামের সাথে তার ব্যবসায়ীক লেনদেন নিয়ে মতবিরোধ দেখা দেয়। পরে তাদের মধ্যে লেগে থাকা
এই মতবিরোধটি থানায় বসে মিমাংসা করা হয়। এ বিষয়ে ২০১৯ কামরাঙ্গীচর থানার দ্বায়িত্বে থাকা অপারেশন ইনচার্জ ওসি মোহাম্মদ মস্তফা আনোয়ারের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, ২০১৯ সালে এরকম একটি ঘটনা থানায় বসে উভয় পক্ষের সাথে কথা বলে বিষয়টি মিটিয়ে দেওয়া হয়েছিল। তবে নাজমুলের বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ ছিলো সেটার কোন প্রমাণ আমরা পাইনি। পরে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে সানোয়ারা বেগমের সাথে কথা বললে তিনি বলেন, জাহিদুল আমাকে দিয়ে নাজমুলের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগ দিয়েছে। জাহিদুল আমাকে দিয়ে নাজমুলের বিরুদ্ধে মিথ্যা কথা বলতে বলছে।
নাজমুলের সাথে আমার ব্যবসয়ীক কোন লেনদেন নেই। জাহিদুল একটি প্রতারক। সে সব জায়গায় মানুষের সাথে প্রতারণ করে।
আওয়ামী লীগের দোসর ও গীরগিটির মত দল পরিবর্তনকারী জাহিদুল তার স্বার্থ হাসিল করা জন্য গত ৪ মাস ধরে নাজমুল ইসলাম সবুজকে নানা হুমকি-ধমকি দিয়ে আসছে।
এ বিষয়ে নাজমুল ইসলাম বলেন, জাহিদুল আমাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে। সে আমার মান হানির চেষ্টা করছে। এখানে আমার একটা সম্মান আছে। আমি এখানে ব্যবসা করি। জাহিদুল আমার নামে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন কথা সবাইকে বলে বেড়াচ্ছে।
তিনি আরও বলেন, জাহিদুল আমার সম্মান নষ্ট করার জন্য একটি ভিডিও ফুটেজ দিয়ে অপপ্রচার চালাচ্ছে।
ফুটেজটি অনুসন্ধান করে দেখা যায়, ২০১৯ সালে আনন্দ টেলিভিশনে এ ধরনের কোন নিউজ প্রচার করা হয়নি। সেই নিউজের পরিধি ছিল মাত্র ২৫ সেকেন্ড। নিউজ এ ভয়েস দিয়ে আনন্দ টেলিভিশনের লোগো ব্যবহার করে জাহিদুল। সেই ফুটেজ দেখিয়ে জাহিদুল নাজমুলকে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। এবং জাহিদুল নাজমুলের কাছে চাঁদার দাবি করছে।
জানা যায়,জাহিদুল ইসলাম বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতার পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে।
তার ফেসবুক আইডিতে পাওয়া তথ্য অনুসারে দেখা যায়, আওয়ামীলীগ সরকারের আমলে জাহিদুল বাগেরহাট ৩ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি হাবিবুন নাহার এর মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।
শুধু তাই নয়, জাহিদুল বর্তমান পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত ডিআইজি কানিজ ফাতেমা (পিএম-১) তার পরিচয় দিয়েও করছে নানা অপকর্ম।
মোঃ মনিরুজ্জামান