যশোর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মালামাল আটক।
মসিয়ার রহমান কাজল, বেনাপোলঃ
রবিবার২৪ আগস্ট ২০২৫ তারিখে, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল, ঘিবা, শাহজাদপুর, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালীর এলাকায় মাদকওচোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ মালামাল আটক করেছে।
বিজিবি'র প্রেস নোট থেকে জানাগেছে আটককৃত মালের মধ্যে রয়েছে ভারতীয় গাঁজা, শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার কীটনাশক আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৫,৫৮,৬১০/-(পাঁচ লক্ষ আটান্ন হাজার ছয়শত দশ) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবির অধিনায়ক লে.কর্নেলে সাইফুল্লাহ্ সিদ্দিকী নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্তে বিজিবির আভিযানিক কার্যক্রম সব-সময়ই অব্যাহত থাকবে।