ঠাকুরগাঁওয়ের ওয়াপদা মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।
আনিসুর রহমান মিঠু, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
জমজমাটপূর্ন আয়োজনের মধ্য দিয়ে পর শহরর ফকিরপাড়ায় লংবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
রবিবার বিকেলে বিয়াম স্কুল (ওয়াপদা মাঠ) এ বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পরে বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ।
ওয়াপদা মাঠ ফুটবল একাডেমীর আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রদলর সভাপতি মো: কায়সার সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি পর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, উদ্বোধক জেলা বিএনপির সহ সভাপতি মো: মোমিনুল ইসলাম বাবু, গ্যাষ্ট অব অনার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: জাফরুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোহাম্মদ জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ওয়ার্ড বিএনপির সভাপতি মো: লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো: মোবারক হাসন বাবু, বিশিষ্ট ব্যবসায়ি মো: আহম্মদ উল্লাহ বাবু, মো: রাজিবুল আলম নকুল, মো: আশরাফুল আলম, মো: খাইরুল ইসলাম রোমান, জেলা স্বেচ্ছাসেবক দলর আহবায়ক মো: মাসুদুর ইসলাম মুন্না, যুগ্ম আহবায়ক মো: রাশদুল আলম বকুল, জেলা যুবদলের সদস্য সচিব মো: জাহিদুর রহমান জাহিদ ও সদস্য মো: আরাফাত আলী রনি প্রমুখ।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অংশগ্রহনকারী টিমের খেলোয়াড়, কোচ ও হাজারও দর্শক সমর্থগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় “বি.পি যুব সংঘ ও পাঠাগার” টিম ৩ - ২ গোলে “হারুন একাডমী” টিমকে পরাজিত করে কোয়াটার ফাইনালে ওঠে।
খেলা পরিচালনা প্যানলে ছিলেন মো: আসাদুজ্জামান শামিম, মৌ: সৌরভ ও মো: আরিফ হোসন।
ধারা বর্ণনা করেন স্বনামধন্য ধারাভাষ্যকার মো: সুজন খান।
উল্লেখ্য যে, টুর্নামেন্ট জেলার বিভিন্ন এলাকার মোট ১৬টি টিম অংশগ্রহণ করেছে।
এসময়/