ঢাকা | বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের ওয়াপদা মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2025 ইং
ঠাকুরগাঁওয়ের ওয়াপদা মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন। ছবির ক্যাপশন: ঠাকুরগাঁওয়ের ওয়াপদা মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।
ad728
ঠাকুরগাঁওয়ের ওয়াপদা মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন। 

আনিসুর রহমান মিঠু, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 

জমজমাটপূর্ন আয়োজনের মধ্য দিয়ে পর শহরর ফকিরপাড়ায় লংবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। 

রবিবার বিকেলে বিয়াম স্কুল (ওয়াপদা মাঠ) এ বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পরে বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ। 

ওয়াপদা মাঠ ফুটবল একাডেমীর আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রদলর সভাপতি মো: কায়সার সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি পর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, উদ্বোধক জেলা বিএনপির সহ সভাপতি মো: মোমিনুল ইসলাম বাবু, গ্যাষ্ট অব অনার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: জাফরুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোহাম্মদ জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ওয়ার্ড বিএনপির সভাপতি মো: লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো: মোবারক হাসন বাবু, বিশিষ্ট ব্যবসায়ি মো: আহম্মদ উল্লাহ বাবু, মো: রাজিবুল আলম নকুল, মো: আশরাফুল আলম, মো: খাইরুল ইসলাম রোমান, জেলা স্বেচ্ছাসেবক দলর আহবায়ক মো: মাসুদুর ইসলাম মুন্না, যুগ্ম আহবায়ক মো: রাশদুল আলম বকুল, জেলা যুবদলের সদস্য সচিব মো: জাহিদুর রহমান জাহিদ ও সদস্য মো: আরাফাত আলী রনি প্রমুখ। 

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অংশগ্রহনকারী টিমের খেলোয়াড়, কোচ ও হাজারও দর্শক সমর্থগণ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী খেলায় “বি.পি যুব সংঘ ও পাঠাগার” টিম ৩ - ২ গোলে “হারুন একাডমী” টিমকে পরাজিত করে কোয়াটার ফাইনালে ওঠে। 

খেলা পরিচালনা প্যানলে ছিলেন মো: আসাদুজ্জামান শামিম, মৌ: সৌরভ ও মো: আরিফ হোসন। 

ধারা বর্ণনা করেন স্বনামধন্য ধারাভাষ্যকার মো: সুজন খান। 

উল্লেখ্য যে, টুর্নামেন্ট জেলার বিভিন্ন এলাকার মোট ১৬টি টিম অংশগ্রহণ করেছে। 

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পটিয়া হাবিলাসদ্বীপ ইউনিয়ন এলডিপি'র কমিটির গঠন।

পটিয়া হাবিলাসদ্বীপ ইউনিয়ন এলডিপি'র কমিটির গঠন।