ঢাকা | বঙ্গাব্দ

যশোরে যুবদল-ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2025 ইং
যশোরে যুবদল-ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন। ছবির ক্যাপশন: যশোরে যুবদল-ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন।
ad728
যশোরে যুবদল-ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন।

মালিকুজ্জামান কাকাঃ

যশোরে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলণ করেছেন শহরের বারান্দীপাড়া ঢাকারোড এলাকার জেসমিন বেগম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার চারটি ইজিবাইক রয়েছে যা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ৫ আগস্টের পর থেকে তার ব্যবসার দিকে নজর পড়ে ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বারান্দীপাড়া বৌ বাজার এলাকার তারেক হাসান চুন্নার। কিছুদিন পর চুন্না জেসমিনের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় চুন্না ও তার সহযোগীরা বারবার জেসমিনকে হুমকি দিতে থাকে।
গত ৪ আগস্ট বিকেলে তারেক হাসান চুন্নাসহ তার সহযোগি জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বিশাল, আকাশ, লাল্টু, সোহেল ওরফে চাকু সোহেল, শফিক, হাসান, সানু, মন্ডল, তুষার, আলআমিনসহ আরও ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে জেসমিনের বাড়িতে হামলা চালায়। এসময় জেসমিনের ঘরে ঢুকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। না দেওয়ায় তাকে বেধড়ক মারধর করে এবং সানু ও লাল্টু জেসমিনের শ্লীলতাহানি ঘটায়। তার মোবাইল ফোন ও ঘরে থাকা টাকা লুট করে আগতরা।
এ সময় চুন্না ঘর তল্লাশি করে জেসমিনের ব্যবসার ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। জেসমিনের ২০ বছরের ছেলে রাকিব হাসানকে মারধর করে আহত করে। ১১ মাস বয়সী শিশুর গলায় চাকু ধরে অবশিষ্ট টাকা দিতে বলে। জেসমিনের পরিবারের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অনেকে পালিয়ে যায়, তবে চুন্নাসহ কয়েকজনকে হাতে-নাতে ধরে ফেলে স্থানীয়রা। পরে কিছু দুর্বৃত্ত এসে চাকুর ভয় দেখিয়ে তাদের ছাড়িয়ে নেয়। কিছু সময় পর চুন্নার নেতৃত্বে আরও ৩০-৪০ জন আবার জেসমিনের বাড়িতে হাজির হয়।
এসময় ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। পরে জেসমিন ৯৯৯-এ কল করলে পুলিশ এসে তাদের উদ্ধার করে। পরে সেনাবাহিনীর সহযোগিতায় মোবাইলটি ‍উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দিলেও এখনো পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে তিনি সংবাদ সম্মেলন করছেন বলে জানান। একই সাথে এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেসমিনের ছেলে রাকিব, মেয়ে সাদিয়া, রুমা, মুরাদসহ কয়েকজন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেগম জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পাঁচবিবিতে আলোচনা সভা

বেগম জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পাঁচবিবিতে আলোচনা সভা